Home Page

Selltoearn.com Latest Image Display
Blog Id: 117
Blog Title: পিএইচডি কি জিনিস? খায় না মাথায় দেয়?
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Blog Type: Research/Consultancy
Location: DHAKA
Myself/Company Name: Selltoearn.com
Blog Details: অনেক সময় আমরা হুট হাট পিএইচডি করব, হেন করব, তেন করব বলি…আপনি যে এই কথা বলেন-জানেনতো পিএইচডি কি জিনিস? খায় না মাথায় দেয়?3

বর্তমান ধারনা থেকে লেখা তাই বছরখানেকের মাঝে এই মত বদলাতেও পারো। PhD মানে ডক্টর অফ ফিলোসফি যার মাঝে অনেক লুকানো বিষয় আছে যা বোঝা বা শেখার দরকার আছে। সাধারনত নতুন গবেষনা এবং নতুন কিছু উদ্ভাবন করা যা আগে কখনো করা হয়নি, পিএইচডি অন্যতম চাহিদা। এই চাহিদা পূরণ না করতে পারলে সাধারনত ডিগ্রী অর্জন করা যায় না।

এখন কথা হলো তাদের নিয়ে যারা মিনিটে মিনিটে প্রশ্ন করে, মাস্টার এবং পিএইচডি করা যাবে তো? আগে জানতে হবে….

আপনি পিএইচডি করে করবেন কি?
উত্তর: জানি না (তাহলে দরকার নাই চেষ্টা করার)
আপনি কি আপনার প্রফেসর এর ৫% টপ জন (জীবনদশার) শিক্ষার্থীর মাঝে একজন কি?
উত্তর: জি না (তাহলে দরকার নাই চেষ্টা করার)
আপনার নিজের যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে সেরা হবার যোগ্যতা রাখেনতো?
উত্তর: চিরকুটের জোর আছে না! (তাহলে দরকার নাই চেষ্টা করার)2
এইসব কথা আমাদের অহরহ শুনতে হয় বলেই বলা…অর্ধেক পথে গিয়ে আটকে থাকার চেয়ে আগে বুঝে নেয়াই ভালো। এখন কথা হলো কোন ধরনের ডক্টরেট আপনি পাবেন তা নির্ভর করে আপনার পড়াশোনার বিষয়ের ওপর… Dr-ing (ইঞ্জিনিয়ার), Dr-Phil (ফিলোসফি) প্রভৃতি।

আপনি কি সবজান্তা শমসের? আপনাকে আপনার বিষয়ে আপনার প্রফেসরের থেকে বেশি জানতে হবে, সবার থেকে বেশি জানতে হবে। আন্দাজে মিনিটে মিনিটে এইটা নেই অমুক গবেষনা কখনো হয়নি, তমুক বিষয়ে কাজ আছে কিনা আমার জানা নেই এই সব কথা দিয়ে কাজ হবে না। আন্দাজের ওপর কাজ আর পিএইচডিতে বাশ একই কথা-তা আপনি বাশ খাবেন নাকি আগেই তল্পিতল্পা গোছাবেন, কোনটা?
2

পিএইচডি করার কিছু পেরার কথা এখন না বললেই না…ইউরোপে পিএইচডির ফান্ড বা স্কলারশিপ খুজতে জীবন তামা তামা হয়ে যাবে তারপরেও লক্ষীর দেখা মিলবে না। সেই সাথে আরো ভেজাল হলো পিএইচডি চলাকালীন আপনি বেশিরভাগ ক্ষেত্রে সাধারন কাজ করতে পারবেন না। কারনটা খুবই সাধারন, আপনাকে ব্যাচেলর আর মাস্টার চলাকালীন ধরা হবে সাধারন ছাত্র যা কিনা পিএইচডি র সময় ধরা হয় না। এরমানে সাধারন নেবেন জব দিয়ে টেকা যাবে না যদি না ডিপার্টমেন্ট এ hiwi জোটে।2

এইসব পেরা এবং পুলসিরাত পার হতে পারলে তিন থেকে ৭ বছরে আপনি ডকটরেট ডিগ্রী লাভ করবেন এবং নতুন করে চাকরি খোজার পেরায় পরবেন। এর পরেও যদি চান এই রাস্তায় যেতে,রইলো সমবেদনা। একটা কথা খুব জরুরি বলে রাখা ফান্ড পেলেই যে পিএইচডি করতে হবে তাও কিন্তু ঠিক নয় কেননা আপনাকে বুঝে নিতে হবে আসলে আপনি কতটা আগাতে পারবেন। যদি মাঝপথে আটকে যান-আপনি শেষ আর যদি আগে থেকে চাকরি খোজা শুরু না করেন তবে পিএইচডির পরেও আপনি শেষ।….আপাতত এখানেই শেষ করলাম…2বি.দ্র. লেখাটি বিশেষ করে আজকালকার বাংলাদেশী বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যে লেখা যারা পিএইচডি র মানে বোঝেন না কিন্তু হুটহাট প্রশ্ন ছুড়ে বসেন-আচ্ছা পিএইচডি করা যাবেতো? আপনার সাধারন পরীক্ষাতে পাশ করতে যান যায়, পরীক্ষার হলে ঘাড় ফেরাতে ফেরাতে সময় শেষ আপনি করবেন পিএইচডি? সার্কাসের রিং মাস্টার হয়ে যান কাজে দিবে। অনেক অনেক প্রশ্ন আসে এই ব্যাপারটি নিয়ে তাই বিশেষ যত্ন নিয়ে সত্যি কথা লেখার ক্ষুদ্র প্রচেষ্টা।
Blog Source: Plz, click here to show

Home Page